ব্যারাকপুর: তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। মাঝে কেটে গিয়েছে প্রায় তিন বছর। ফের তৃণমূলেই ফিরেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। আর তাতেই উচ্ছ্বসিত তৃণমূল নেতা কর্মী ও অনুগামীরা। মঙ্গলবার সাংসদের মঙ্গলকামনায় ১০১ কেজি লাড্ডু বিলি করলেন ভাটপাড়া ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
এদিন কাঁকিনাড়ার ফলাহারি বাবার মন্দিরে পুজো দেন সাংসদ অর্জুন সিংহ। মন্দির চত্বরে হাজির ছিলেন ভাটপাড়ার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রাউত, তৃণমূল নেতা মন্নু সাউ, টুম্পা বিশ্বাস, সংগীতা মিশ্র প্রমুখ। সাংসদের শুভ কামনায় গোপাল রাউত ফলাহারি বাবার মন্দিরে ১০১ কেজি লাড্ডু বিতরণ করেন। সেইসঙ্গে মধ্যাহ্নে মন্দির চত্বরে খিচুড়ি ভোগ বিলি করা হয়। পুজো দিয়ে অর্জুন সিং ব্যারাকপুরবাসীর মঙ্গল কামনা করেন। সাংসদ বলেন, ‘ভগবানের কাছে আশীর্বাদ নিতে এসেছি, যাতে সকলেই সুখে-শান্তিতে থাকে।‘ গোপাল রাউত বলেন, সাংসদ ফিরে আসায় ব্যারাকপুরে দল আরও শক্তিশালী হল।