ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে নিহত ১০ নকশাল, উদ্ধার অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী 

সুকমা : ছত্তিশগড়ের সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে ১০ নকশাল। এনকাউন্টারের স্থান থেকে নিহত নকশালদের এসএলআর, একে-৪৭ এবং অন্যান্য বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে।

সুকমা জেলার ভেজি থানা এলাকায় নকশালদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর দল করজুগুড়া, দান্তেশপুরম, নাগারাম ভান্ডারপাদারের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

সেই সময়, করজুগুড়া এবং ভান্ডারপাদারের জঙ্গলে ডিআরজি জওয়ান এবং নকশালদের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড গুলি বিনিময় হয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে ১০ জন নকশাল নিহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র এবং অন্যান্য বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + twenty =