ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ১০ মার্চ বিধানসভা অভিযান এসএফআই-এর

বিধানসভা ঘেরাও অভিযানে নামছে বামপন্থী ছাত্র সংগঠন। আগামী ১০ মার্চ তাদের এই কর্মসূচি।দাবি, ছাত্র সংসদ নির্বাচনের। পঞ্চায়েত নির্বাচনের পর ছাত্র সংসদ নির্বাচন হবে, এমনই আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে শিক্ষামন্ত্রীর এই আশ্বাসে ভরসা নেই এসএফআইয়ের। বৃহস্পতিবার তাদের তরফ থেকে লিখিত এক বিবৃতি জারি করে জানানো হয়, এই ভরসাহীনতার কথা।কারণ, গত ৬ বছর ধরে ছাত্রভোট হয় না রাজ্যে। তা নিয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ক্ষোভ ছিল।বারবার তাঁরা নির্বাচনের দাবিতে রাজ্য সরকারের দ্বারস্থও হয়েছেন।এবার সেই দাবিতেই বিধানসভা ঘেরাও অভিযানের এই ডাক এসএফআই-এর।

একইসঙ্গে এসএফআইয়ের দাবি, আলাদা আলাদাভাবে নয়, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে একইসঙ্গে ছাত্র ভোট হোক। অবিলম্বে নির্বাচনী সূচি প্রকাশ করুক রাজ্য সরকার। এতদিন ধরে ছাত্রভোট না হওয়ায় ক্যাম্পাসে অরাজকতা, একচেটিয়াভাব বাড়ছে বলে অভিযোগ এসএফআইয়ের।বামপন্থী ছাত্র সংগঠনের আরও দাবি, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করতে হবে। এটি পুঁজিপতিদের স্বার্থে মদত দেওয়ার জন্য তৈরি হয়েছে। পাশাপাশি, মধ্যবিত্ত শ্রেণির পড়ুয়াদের পরিপন্থী। প্রসঙ্গত, জাতীয় শিক্ষানীতি বাংলায় লাগু করার বিরোধিতায় পাশ হয়েছে বিল। কিন্তু এসএফআইয়ের দাবি, গোটা দেশেই নয়া নীতি পড়ুয়াদের জন্য খুব একটা সুবিধাজনক নয়। ১০ মার্চের অভিযানে এই দাবিও তোলা হবে বলে জানানো হয় বমপন্থী এই ছাত্র সংগঠনের তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + ten =