নয়াদিল্লি : মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন বাজেটে ঘোষণা করা হয়, আবাস যোজনার অধীনে ১ কোটি গরিব ও মধ্যবিত্তদের জন্য বাড়ি বানাতে ১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ হচ্ছে।
ঋণেও দেওয়া হবে ভর্তুকি। এছাড়া জল সরবরাহের জন্য রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথভাবে কাজ করা হবে বলে জানিয়েছেন নির্মলা। তিনি আরও বলেন, “স্ট্যাম্প ডিউটি কমাতে হবে রাজ্য সরকারগুলিকে। আর মহিলারা কোনও সম্পত্তি কিনলে সেই খরচ কমাতে হবে আরও।”
উল্লেখ্য, দেশের অর্থমন্ত্রী হিসাবে এদিন টানা সাত বার বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন। এর আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই অর্থমন্ত্রী হিসাবে টানা ছ’বার বাজেট পেশ করে নজির গড়েছিলেন। মঙ্গলবার মোরারজির রেকর্ড ভাঙলেন নির্মলা।
বাজেট পেশের আগে দিস্তা দিস্তা কাগজ ভর্তি স্যুটকেস নিয়ে অর্থমন্ত্রীদের সংসদে ঢোকার রেওয়াজ শেষ হয়েছে বেশ কয়েক বছর আগেই। হাল আমলের সঙ্গে তাল মিলিয়ে হয়েছে ‘পেপারলেস’ বাজেট। সেই অনুসারেই মঙ্গলবার লাল খাপে মোড়া ট্যাবলেট নিয়ে নর্থ ব্লকের সামনে আসেন নির্মলা।