কম্বোডিয়ার হোটেলে (Cambodia Fire) ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত অন্তত ১০। এই ঘটনায় জখম হয়েছেন অন্ততপক্ষে ৩০ জন। কম্বোডিয়ার পোইপেটে গ্র্যান্ড ডায়ামন্ড সিটি হোটেলের এক তলায় বৃহস্পতিবার ভোর রাতে আগুন লাগে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন লাগার পরই আতঙ্কে বিল্ডিং থেকে ঝাঁপ দিতে দেখা যায় একাধিক ব্যক্তিকে।
সংবাদ সংস্থা এএফপি অনুযায়ী, ওই মুহূর্তে ক্যাসিনোতে ৪০০ জনের কাছাকাছি উপস্থিত ছিলেন। টুইটারে এই ঘটনার একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, গোটা বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়েছে। প্রাণ বাঁচাতে বিল্ডিং থেকে ঝাঁপ দিচ্ছেন। সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যমে সূত্রে খবর, আগুন লাগার মুহূর্তে ক্যাসিনোর মধ্যে বহু বিদেশি উপস্থিত ছিলেন। থাই বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ রেখেছে। পাশাপাশি আহতদের থাইল্যান্ডের সা কায়েও প্রদেশে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
কম্বোডিয়ার স্থানীয় সময় অনুযায়ী বুধবার রাত সাড়ে ১১ টায় এই ক্যাসিনোতে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে বিল্ডিংয়ের ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর মিলেছে। আগুন লাগার পরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকল কর্মীরা।