ভূমিকম্পের ১০ দিন পরেও ধ্বংসস্তূপের মধ্যে দিব্যি বেঁচে রইলেন কিশোরী। কিভাবে তা সম্ভব ভেবে অবাক হয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) বিপর্যস্ত তুরস্ক (Turkey) এখন কার্যতই মৃত্যুপুরী। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪১ হাজার। এই পরিস্থিতিতে বিপর্যয়ের ২৪৮ ঘণ্টা পরে ধ্বংসস্তূপ থেকে এক ১৭ বছরের কিশোরীকে উদ্ধার করল উদ্ধারকারী দল। জানা গিয়েছে, ওই কিশোরী এখন দিব্যি সুস্থ রয়েছে। মৃতের স্তূপের মধ্যে এক জীবিত প্রাণকে উদ্ধার করতে পেরে উচ্ছ্বসিত উদ্ধারকারীরা।
জানা যাচ্ছে, কিশোরী সুস্থই রয়েছে। চোখের পাতা খোলা-বন্ধ করতে পারছে। মেয়েটির কাকা কাঁদতে কাঁদতে উদ্ধারকারীদের একে একে জড়িয়ে ধরছিলেন ভাইঝিকে ফিরে পেয়ে। আর বলছিলেন, ‘আমরা আপনাদের কখনওই ভুলব না।’
প্রবল শৈত্য ও খিদের আগুনে জ্বলতে থাকা সেই মানুষদের যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে প্রশাসনের ভূমিকায় সন্তুষ্ট নন অনেকেই। তাঁদের দাবি, গৃহহীন মানুষদের দিকে সাহায্যের হাত সেইভাবে বাড়াচ্ছে না সরকার।