টিটাগড়ে গুলি কাণ্ডে ধৃত ১, বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র

খড়দা থানার টিটাগড় পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিবেকনগরে পাপ্পু রাইস মিলের গেটে গত ৭ মে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ টিটাগড়ের বাসিন্দা ওয়াসিম আক্রম ওরফে আফরোজকে গ্রেপ্তার করেছে। পুলিশ ধৃতের কাছ থেকে চারটি সেভেনএমএম পিস্তল এবং ১৮ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে। মঙ্গলবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি সেন্ট্রাল শানোয়ানে কুলদীপ সুরেশ সাংবাদিক বৈঠকে জানান, ঘটনার দিন রাত ১১ টা নাগাদ টিটাগড়ের বাসিন্দা ওয়াসিম আক্রম ওরফে আফরোজ বিহারের দুই দুÜৃñতীকে নিয়ে বাইকে চেপে এসে পাপ্পু রাইস মিলের গেটে পাঁচ রাউন্ড গুলি চালিয়েছিল। মূল অভিযুক্ত ওয়াসিম আক্রমকে ইতিমধ্যেই পাকড়াও করা হয়েছে। গুলি চালানোর কারণ নিয়ে ডিসিপি সেন্ট্রাল জানান, আইপিএল বেটিংয়ে অভিযুক্তরা ২০ লক্ষ টাকা খুইয়েছে। ধার-দেনায় জড়িয়ে পড়ায় ওঁদের প্রচুর টাকার দরকার ছিল। ওরা জানতো পাপ্পু রাইস মিল মালিকের মোটা অঙ্কের টাকা দেবার ক্ষমতা আছে। তাই মোটা অঙ্কের টাকা আদায়ে রাইস মিল মালিককে ফোন করেছিল। কিন্তু টাকা চেয়ে না পাওয়ায় মিল মালিককে চমকাতে ওরা মিলের গেটে পাঁচ রাউন্ড গুলি চালিয়েছিল। দুÜৃñতীদের উদ্দেশ্য ছিল, ধমকে চমকে মিল মালিকের কাছ থেকে টাকা আদায় করা। ডিসিপি সেন্ট্রাল জানান, ধৃতকে নিজেদের হেপাজতে নিয়ে ঘটনায় জড়িত বাকি দুই দুÜৃñতীর খোঁজ চালানো হবে। পাশাপাশি আগ্নেয়াস্ত্রগুলো কোথা থেকে পেয়েছিল, তা খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =