গঙ্গায় মাছ ধরতে গিয়ে তলিয়ে গিয়ে মৃত ১

ব্যারাকপুর :গঙ্গায় মাছ ধরতে নেমে গভীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল একজনের। ঘটনাটি ঘটেছে হালিশহর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বলুরপাড়া মনসা ঘাটে। মৃতের নাম মিহির রায় ( ৪২)। তিনি হালিশহর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের দু’নম্বর আমবাগান কলোনির বাসিন্দা ছিলেন। মিহির পেশায় রাজমিস্ত্রি হলেও মাছধরা ছিল তাঁর নেশা। মাঝে মধ্যেই তিনি গঙ্গায় মাছ ধরতে যেতেন। সেই নেশাই অবশেষে তাঁর প্রাণ কেড়ে নিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হালিশহর জেটিয়া থানার বালিভাড়া রামপ্রসাদ পল্লির বসিন্দা ৩২ বছরের বাবলু সমাদ্দারকে সঙ্গে নিয়ে সোমবার সন্ধেয় হাজিনগর মনসা ঘাটে জাল নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন মিহির । পাড়ে দাঁড়িয়ে ছিলেন সহকারী বাবলু। আর জাল ফেলে গঙ্গায় মাছ ধরতে নেমেছিলেন মিহির। জলের স্রোতে মিহির তলিয়ে যান। কিছুক্ষন বাদে মিহিরকে দেখতে না পেয়ে সঙ্গী বাবলু মিহির বাবুর বাড়িতে ফোন করে ঘটনাটি জানান। হালিশহর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ পাল ঘটনাস্থলে আসেন।
প্রাথমিকভাবে অনুমান, বুক জলে নেমে জাল ছুঁড়ে মাছ ধরতে নেমেছিলেন মিহির। কোনওক্রমে সেই জাল কোথায় আটকে গিয়েছিল। তখন জাল ছাড়াতে গিয়ে হাতে সেই জাল পেঁচিয়ে গিয়েছিল। জাল ছাড়ানোর চেষ্টা করার সময় জোয়ারের তীব্র স্রোত তাঁকে গভীর জলে টেনে নিয়ে যায়। বিশ্বজিৎ বাবু আরও জানান, হালিশহর থানার পুলিশের উপস্থিতিতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়ে মঙ্গলবার বেলার দিকে মনসা ঘাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =