মালদা: অনলাইন প্রতারণার চক্র চালানোর অভিযোগ নাইজেরিয়ান এক পাণ্ডাকে দিল্লি থেকে গ্রেপ্তার করে নিয়ে এল মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। কয়েক মাস আগেই মালদার জৈনক এক মহিলা সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় নাইজেরিয়ান ওই ব্যক্তির। এরপর দফায় দফায় অনলাইন প্রতারণা শিকার হন মালদার ওই অভিযোগকারী মহিলা। এরপরই অভিযোগ দায়ের হয় সাইবার ক্রাইম থানায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। যার কিনারা করতে গিয়ে পুলিশ দিল্লির কিছু ফোন নম্বরের হদিশ পায়। এরপরই মালদা সাইবার ক্রাইম থানার অফিসারেরা দিল্লিতে গিয়ে সাত দিন ধরে অভিযুক্ত নাইজেরিয়ানকে ধরার জন্য ফাঁদ পেতে বসে থাকে। অবশেষে সেই নাইজেরিয়ান হ্যাকারকে অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে ধৃতের নাম এমডি মুসা। রবিবার দুপুরে ট্রেনে করে ধৃত ওই নাইজেরিয়ানকে মালদায় নিয়ে আসে পুলিশ। এদিন দুপুরে ধৃতের মেডিক্যাল টেস্ট করায় তদন্তকারী পুলিশ কর্তারা। রবিবার অভিযুক্তকে মালদা আদালতে তোলার কথা জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা। ধৃতকে চার দিনের পুলিশি হেপাজতে নেওয়ার আবেদন জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা। এদিন ফরাক্কা এক্সপ্রেস ট্রেনে করেই দিল্লি থেকে মালদায় ধৃতই নাইজেরিয়ানকে নিয়ে আসা হয়। কিভাবে অনলাইন প্রতারণা চক্র অভিযুক্ত ওই ব্যক্তি খুলেছিল এবং আরও কাদের টাকা অনলাইনে কৌশলে প্রতারণা করেছে সেই ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।
পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরও কারা যুক্ত আছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।