ডিভাইস বসিয়ে এটিএমে জালিয়াতি, ধৃত ১

হাওড়া: বালি এলাকাতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংশ্লিষ্ট ব্যাংক আধিকারিকদের কাছে এটিএমের মাধ্যমে প্রতারণার অভিযোগ আসে। এর পরই গত ২৫ আগস্ট বালির স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখা প্রবন্ধক বালি থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন। সম্প্রতি কিছু দুষ্কৃতী ওই নির্দিষ্ট এটিএম থেকে নগদ টাকা তোলার অংশে কোনও ধরণের ডিভাইস ব্যবহার করছে, যার দরুন কোনো গ্রাহক টাকা তুলতে এলে টাকা এটিএম থেকে বাইরে আসছিল না। অথচ গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে বলে রেজিস্টার্ড মোবাইলে মেসেজ চলে আসছিল। গ্রাহকেরা প্রতারণার শিকার হচ্ছিল। লিখিত অভিযোগ পাওয়ার পরই এই ঘটনার তদন্তে নামে বালি থানা। ওই এটিএমের সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখা হয়। আধিকারিকরা এই ঘটনার পিছনে প্রতারণার জন্য এক বিশেষ ধরনের ডিভাইসকে শনাক্ত করেন। এই যন্ত্র ব্যবহারের কারনে এটিএম থেকে টাকা তোলার সময় নগদ অর্থ ডিভাইসের পিছনে আটকে যেত। টাকা তোলার মেসেজ গ্রাহকের মোবাইলে চলে আসতো। গ্রাহক টাকা না পেয়ে অপেক্ষা করে চলে যাওয়ার পর ওই যন্ত্রটি সরিয়ে টাকা হাতিয়ে নিত প্রতারকরা। এই ঘটনাতে যুক্ত থাকার অভিযোগে বৃহস্পতিবার বালি থানার তদন্তকারী আধিকারিকরা কলকাতার তিলজালা থানার সহযোগিতায় মহম্মদ সাহিল (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই প্রতারণার ঘটনাতে আর কারা যুক্ত খোঁজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + one =