আজ বেরিয়েছে মাধ্যমিকের ফল। ঠিক এক সপ্তাহ পর বের হবে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিল, ২০২২-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হবে আগামী শুক্রবার ১০ জুন।
সংসদের তরফে বলা হয়েছে, সকাল ১১টায় বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সম্মেলন করে এবারের উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করা হবে। সংসদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়াও আরও ১১টি ওয়েবসাইটে ফল প্রকাশ হবে। সকাল সাড়ে ১১টা থেকে অনলাইনে ফল জানা যাবে। সংসদের তরফে জানানো হয়েছে আগামী ২০ জুন পর্যন্ত মার্কসিট নির্দিষ্ট জায়গা থেকে নিয়ে যেতে পারবেন স্কুল প্রধানরা।
গত বছর করোনার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত হয়েছিল। আগের নম্বরের ভিত্তিতেই মূল্যায়ণ করা হয়েছিল। তবে এ বছর করোনার প্রভাব কম হওয়াএ বছরয় ফের পুরনো পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছিল। এ বছর উচ্চ মাধ্যামিক পরীক্ষা শুরু হয়েছিল ২ এপ্রিল। চলেছিল ২৭ এপ্রিল পর্যন্ত। এ বছর ৮ লক্ষের কিছু বেশি পড়ুয়া এই পরীক্ষা দিয়েছেন।