ভাইফোঁটা উপলক্ষে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দির “গণ ভাইফোঁটা মিলনোৎসব” এর আয়োজন করে। ভাইফোঁটার সমস্ত রীতি নীতি মেনে ভাইহীন বোন এবং বোনহীন ভাইদের নিয়ে এদিনের অনুষ্ঠান হয়। মন্মথপুর প্রণব মন্দিরে আয়োজিত গণ ভাইফোঁটায় রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রায় শতাধিক ভাই ও বোন অংশগ্রহণ করেন।
অজানা, অচেনা ভাই বোনের এই মহামিলনে সকাল থেকে ভাইয়েদের জন্য পাঁচ রকম মিষ্টি, ফল, সুজি, লুচি আলুরদমের ব্যবস্থা ছিল। এদিন রক্তের সম্পর্কহীন ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন বোনেরা। ভাইরাও অঙ্গীকার করেন বোনেদের আগলে রাখার, তাঁদের রক্ষার।