বরানগরের আলম বাজার মঠ অধিগ্রহণ বেলুড় মঠের

ব্যারাকপুর: স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত বরানগর আলম বাজার মঠ অবশেষে অনুষ্ঠানিকভাবে অধিগ্রহণ করল হাওড়ার বেলুড় রামকৃষ্ণ মঠ। স্বামীজীর স্মৃতিধন্য এই আলমবাজার মঠ শনিবার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অধিগ্রহন প্রক্রিয়া সম্পন্ন হল। আলমবাজার মঠের সাধারণ সম্পাদক স্বামী সারদাত্মানন্দ জানান, এতদিন আলমবাজার মঠ রামকৃষ্ণ আশ্রমের শাখা হিসেবে ছিল। কিন্তু এদিন বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মঠ বেলুড় মঠের মূলস্রোতে মিশে গেল। এবার মঠটি নতুন করে সংস্কার করা হবে। পুরানো স্মৃতি রোমন্থন করে স্বামী সারদাত্মানন্দ মহারাজ বলেন, ঐতিহাসিক আলমবাজার মঠ রামকৃষ্ণ ভাবা আন্দোলনের দ্বিতীয় মঠ। ১৮৯২ থেকে ১৮৯৮ পর্যন্ত স্বামী বিবেকানন্দ ও তাঁর গুরু ভাইয়েরা এই মঠে ছিলেন। স্বামীজী শিকাগো ধর্ম মহাসভা থেকে ১৮৯৭ সালের ১৯ ফেব্রুয়ারি কলকাতায় ফিরে তিনি এই মঠেই এসেছিলেন। ১৮৯৮ সালে আলমবাজার মঠ থেকেই বেলুড় মঠের সূচনা হয়েছিল। স্বামী সারদাত্মানন্দ আরও জানান, দীর্ঘ ৭০ বছর অবহেলিত ছিল এই মঠ। স্বামী অভয়ানন্দ মহারাজের তত্ত্বাবধানে স্বামী সত্যানন্দ দেব মঠটিকে অধিগ্রহণ করেন। এবার নতুন করে সংস্কার করে পূর্বের রূপ দেওয়ার চেষ্টা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 7 =