বড় হোন কিম্বা ছোট! এই গরমে পাওডার ঘাম জমে এমন দাগ হয় জামায় যে সহজে উঠতে চায় না।দাগ পড়ে আরও নানাভাবে। কীভাবে তুলবেন সেই দাগ?
অ্যাসপিরিন ট্যাবলেট
জামাকাপড় থেকে ঘামের দাগ পরিষ্কার করতে অ্যাসপিরিন ট্যাবলেট ব্যবহার করতে পারেন। ২-৩টি অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো করে দুই চামচ জলে গুলে পোশাকে লাগান। টুথব্রাশ দিয়ে আলতো করে ঘষুন। তারপর জলে ধুয়ে ফেলুন।
খাবার সোডা
খাবার সোডা আধ কাপ গরম জলে ৩-৪ টেবিল চামচ খাবার সোডা মিশিয়ে কাপড়ের দাগের উপর ঢালুন। আলতো করে ঘষুন জায়গাটা। তারপর জলে ধুয়ে ফেলুন।
লেবুর রস
লেবুর রস ভিটামিন সি সমৃদ্ধ লেবু অ্যাসিডিক প্রকৃতির। এটি জামাকাপড়ের দাগ দূর করতে দুর্দান্ত কার্যকর। ৪-৫ টেবিল চামচ লেবুর রস আধ কাপ জলে মিশিয়ে নিন। এই মিশ্রণটি কাপড়ের দাগের উপর ঢেলে এক ঘণ্টা রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
লবণ
গরম জলে কিছুটা লবণ মিশিয়ে নিয়ে দাগের উপর ঢেলে দিন। মিনিট পাঁচেক পর ধুয়ে নিন পোশাক।