শ্যামনগরে যৌন নিগ্রহের অভিযোগে ধৃত স্কুল শিক্ষক

ব্যারাকপুর: মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে ধৃত স্কুল শিক্ষক। ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের শ্যামনগর টেগর টেম্পল রোড এলাকায়। ধৃত স্কুল শিক্ষকের নাম নারায়ণচন্দ্র মণ্ডল। জানা গিয়েছে, ধৃত নারায়ণচন্দ্র পলতার কল্যাণগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি টিউশনও পড়ান।
জানা গিয়েছে, ওই ছাত্রী ধৃতের কাছে টিউশন পড়ত। সূত্র বলছে, শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশিত হবার পর ভালো নাম্বার নিয়ে পাশ করা ওই ছাত্রী খুশিতে ধৃতের কাছে মার্কশিট দেখাতে এসেছিল। অভিযোগ, তখনই সুযোগ বুঝে ওই শিক্ষক ছাত্রীটিকে যৌন হেনস্থা করে। এরপর নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত করছে পুলিশ। যদিও ধৃতের দাবি, তিনি কিছুই করেননি। পুলিশ কেন তাকে পাকড়াও করলো, তা-ও তিনি জানেন না। তবে ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন নির্যাতিতার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 7 =