নয়া মাইলস্টোন মেসির, ভাঙলেন রোনাল্ডোর রেকর্ডও

চলছিল কবে দলবদল করবেন তার জল্পনা৷ তার মাঝেই গড়লেন এবং ভাঙলেন রেকর্ড৷ শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে নাইসের বিরুদ্ধে গোল করেই নয়া রেকর্ডের মালিক হয়ে গেলেন আর্জেন্টাইন সুপারস্টার। ভাঙলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নজিরও।শনিবার নাইসের বিরুদ্ধে ২-০ গোলে জেতে পিএসজি। যেখানে একটি নিজে করেন এবং অন্যটি করান মেসি। আর সেই গোলটি করতেই ক্লাব কেরিয়ারের হাজারতম গোলের মালিক হয়ে যান এলএম টেন। স্প্যানিস তারকা সের্জিও ব়্যামোসের সঙ্গে এক আসনে বসেন তিনি। এখানেই শেষ নয়, পর্তুগিজ মহাতারকা রোনাল্ডোকেও এদিন পিছনে ফেলে দেন মেসি। ইউরোপের ক্লাবের হয়ে মোট ৭০২টি গোলের পাশে জ্বলজ্বল করছে মেসির নাম। সেখানে রোনাল্ডোর সংগ্রহ ৭০১। প্রসঙ্গত, আপাতত ইউরোপের ক্লাবে খেলেন না রোনাল্ডো। সৌদির ক্লাব আল নাসেরেস হয়ে যদিও দারুণ ফর্মেই রয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =