বিশ্বকর্মা পুজোর দিন গঙ্গাতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক। ঘটনাটি ঘটে হাওড়ার সাঁকরাইল ব্লকের রাজগঞ্জ এলাকার গঙ্গার ঘাটে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে খেলাধুলা করে এসে তিন নাবালক যুবক ওই এলাকার গঙ্গার ঘাটে স্নান করতে নামে। আচমকাই তিনজনের মধ্যে দুই জন জলে তলিয়ে যায়। একজনকে উদ্ধার করা সম্ভব হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে তলিয়ে যাওয়া দুই যুবকের একজনের নাম প্রিয়াংশু সিং (১৭) ও বিনীত সিং (১৪)। এরপরই স্থানীয় বাসিন্দারা সাঁকরাইল থানায় খবর দিলে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসে। তারা কলকাতা পুলিশের রিভার ট্রাফিককে খবর দেয়। রিভার ট্রাফিক ও ডুবুরি ঘটনাস্থলে এসে পৌঁছয়। গঙ্গাতে ডুবুরি নেমে তন্ন তন্ন করে ওই দুই যুবককে খোঁজার কাজ করলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ভাটার সময়ে ওই দুই যুবক স্নান করতে নেমেছিল। এরপর গঙ্গাতে জোয়ার ও বান আসার কারণে দু’জনের দেহ অন্যত্র চলে যেতে পারে বলেই মনে করছে পুলিশ আধিকারিকরা। প্রায় ঘণ্টাখানেকর বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি ওই দুই নিখোঁজ নাবালকের। পাশাপাশি গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার খবর পাওয়ার পরই শোকের ছায়া নেমে আসে ওই দুই যুবকের পরিবারে। এখনও নিখোঁজ দুই নাবালককে খোঁজার চেষ্টা করছে পুলিশ। দীর্ঘক্ষণ ধরে চেষ্টার পরে ফের বেলা তিনটে নাগাদ ফের চেষ্টা করা হলেও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ অধিকারিকদের অনুমান জোয়ার ও বানের জলে দেহ অনেক দূরে চলে যেতে পারে। পার্শ্ববর্তী পুলিশ থানাতেও সূচনা দেওয়া হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর।