কলকাতা:জামিনের আবেদনে অবশেষে মিলল সাড়া। জামিন পেলেন ডিআইএফওয়াই (DYFI) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Meenakshi Mukherjee)। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল বাম নেত্রীকে। তবে, সোমবার নতুন করে জামিনের আবেদন করা হয়। সেই আবেদন মঞ্জুর হয়। আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যতে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিলেন মীনাক্ষী। হাওড়া পুলিশ সুপারের (গ্রামীণ) দফতরে বিক্ষোভ ঘিরে তুলকালামের জেরে আরও ১৬ জন বাম কর্মীর সঙ্গে গ্রেফতার করা হয় মীনাক্ষীকে। তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছিল।
এরপর থেকে একাধিকবার ধৃতদের জামিনের আবেদন জানানো হলেও খারিজ হয়ে যায়। সোমবার হাওড়া আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। মঙ্গলবার সকালে মীনাক্ষী জেল থেকে বের হতে পারবেন বলে জানা গিয়েছে। মীনাক্ষী ও অন্যান্যদের পুলিশের লকআপে নানাভাবে অত্যাচার করা হয় বলে অভিযোগ উঠেছিল। এরপরই মেডিক্যাল রিপোর্ট করানো হয়। পরে সেই রিপোর্ট আদালতে জমাও দেওয়া হয়। সেখানে মীনাক্ষী মুখোপাধ্যায়ের শরীরে ৬টি আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান আইনজীবীরা। পাশাপাশি অন্যান্য যে বাম কর্মী সমর্থকরা গ্রেফতার হয়েছিলেন তাঁদের শরীরেও গুরুতর আঘাত রয়েছে বলে জানানো হয়। বামেদের বক্তব্য ছিল, মীনাক্ষীদের বিরুদ্ধে এই মামলা রাজনৈতিক মামলা ছাড়া আর কিছুই নয়।