কলকাতা: কামদুনি গণধর্ষণ ও খুন কাণ্ডে কলকাতা হাইকোর্টে ফাঁসির সাজা রদ হওয়া নিয়ে যখন তরজা তুঙ্গে, তখন কলকাতার উপকণ্ঠে নিউটাউনে এক তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠল। অভিযোগের তির তরুণীরই সহকর্মীদের দিকে। শুক্রবার শাপুরজিতে একটি পার্টিতে ওই ঘটনা ঘটে বলে অভিযোগ। তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতেরা হল কৃষ্ণলাল রায়, জয়কিম এবং রাহুল সরকার। জানা গিয়েছে, প্রায় প্রতি সপ্তাহের মতো শুক্রবার রাতে সাপুরজি আবাসনে পার্টি ছিল। বন্ধুদের সঙ্গে সেখানেই মদ্যপান করেন ওই তথ্যপ্রযুক্তি কর্মী। অভিযোগ, এরপরই নেশাগ্রস্ত তরুণীকে গণধর্ষণ করা হয়।
এই ঘটনার পর শনিবার সকালে টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। সেই অভিযোগের ভিত্তিতে তিন আইটি কর্মীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে এও জানানো হয়েছে, ধৃতদের মধ্যে একজন এন্টালি এবং অন্য দু’জনকে নিউটাউন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। টেকনো সিটি থানায় ওই তরুণীর বয়ান রেকর্ড করা হয়েছে। নির্যাতিতা তরুণী এবং ধৃতরা একই সংস্থার কর্মী।